Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজধানীর ফুটপাতে মিলল যমজ নবজাতকের মরদেহ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১২, ২০২৩, ০২:১৬ পিএম


রাজধানীর ফুটপাতে মিলল যমজ নবজাতকের মরদেহ
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগের আনন্দবাজার এলাকার ফুটপাত থেকে যমজ ছেলে নবজাতকদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে কাপড় দিয়ে মোড়ানো একটি সিমেন্টের ব্যাগের ভিতর থেকে অচেতন অবস্থায় আনুমানিক একদিন বয়সী দুই নবজাতককে উদ্ধার করি। পরে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কারা নবজাতক দুটিকে ফেলে রেখে গেছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তা শনাক্তের চেষ্টা চলছে। নবজাতক দুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

আরএস

Link copied!