Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বৃহস্পতিবার রাজধানীর আট ঘণ্টা গ্যাস থাকবে না

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৩, ২০২৩, ০৬:০৭ পিএম


বৃহস্পতিবার রাজধানীর আট ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের জরুরী প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ তিতাস গ্যাস কতৃপক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘন্টা রাজধানীর তালতলা, গোড়ান, সিপাহীবাগ, তিলপাপাড়া, শান্তিপুর, দক্ষিণ বনশ্রী, নন্দিপাড়ার উত্তরাংশ এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, উক্ত সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্যাস সরবরাহের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কতৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এইচআর

Link copied!