Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মরদেহ উদ্ধার

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১২, ২০২৩, ১১:২৫ এএম


রাজধানীতে অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান তিনি আগেই মারা গেছেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস রনি বলেন, সকালে আমরা খবর পেয়ে রায়েরবাগ ফুটপাতে এক বৃদ্ধাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ওই বৃদ্ধার নাম পরিচয় জানতে পারিনি। প্রযুক্তি সহায়তায় ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

আরএস

Link copied!