Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৮:৩৭ পিএম


রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা- উত্তরা বিভাগ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো- আবু সাঈদ ওরফে আবু সৈয়দ। এসময় তার হেফাজত  হতে ১০ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা- উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) শাহাবাগ থানার গুলিস্তান এলাকায় একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাই। তথ্যের সত্যতা যাচাই করে দুপুর ২টায় উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে ।

আরএস

Link copied!