অক্টোবর ৪, ২০২৩, ১১:১২ এএম
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ (৪ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১.৫ গ্রাম হেরোইন, ১৫ হাজার ৮৭৩ ইয়াবা, ৪ কেজি ৪১০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতার ২৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২ টি মামলা করা হয়েছে।
আরএস