Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

আজ মার্কিন পর্যবেক্ষক দলের সাথে বিএনপি-আ’লীগের বৈঠক

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৯, ২০২৩, ১০:২৮ এএম


আজ মার্কিন পর্যবেক্ষক দলের সাথে বিএনপি-আ’লীগের বৈঠক

বিএনপির সাথে বৈঠক করবে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথেও বৈঠক করবে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটি। দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হোটেলে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ বলেন, ‘সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সাথে আমাদের বৈঠক হবে।’

পর্যবেক্ষক দলটির সাথে বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে পাঁচ থেকে ছয়জনের একটি দল থাকবে। তবে, কে কে থাকছেন তা নিশ্চিত করেনি আওয়ামী লীগ।

গত শনিবার সাত সদস্যের (৭ অক্টোবর) পর্যবেক্ষক দলটি ঢাকায় আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে ঢাকায় এসেছে প্রতিনিধিদল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে ঢাকায় এসেছে দলটি।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে।

প্রতিনিধিদলের কার্যক্রম সম্পর্কে মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার জানান, দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সাথে কথা বলবে।

প্রতিনিধিদলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি জাতীয় পার্টির (জাপা) সাথেও বৈঠক করবে আজ। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে জাতীয় পার্টি নেতাদের বৈঠক সোমবার (৯ অক্টোবর) বিকেলে ৩টায় হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হবে।

বৈঠকে জাতীয় পার্টির পক্ষে অংশ নেবেন প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.), এমপি ও চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলা।

এইচআর

Link copied!