Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রীর সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক সভা

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৯, ২০২৩, ০৬:২৮ পিএম


থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রীর সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক সভা

বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধি দল আজ থাইল্যান্ডের ব্যাংককে ইউনাইটেড নেশনস কনফারেন্স সেন্টারে থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী পিরাপান সালিরাথাভিভাগা এর সাথে দ্বিপাক্ষিক সভায় অংশগ্রহণ করেন। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় প্রাধান্য পেয়েছে বিনিয়োগ ও জ্বালানি অর্থনৈতিক সহযোগিতা এবং ইলেকট্রিক যানবাহনে নিরাপদ লিথিয়াম ব্যাটারির ব্যবহার বাড়ানোর প্রসঙ্গ।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এসডিজি লক্ষ্য অর্জন, জ্বালানি নিরাপত্তা ও ক্লিন এনার্জি ব্যবহারে পারস্পারিক সহযোগিতা নিকট ভবিষ্যৎ-এ দুই দেশেরই জ্বালানি খাতে সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবে।

থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রী জ্বালানি সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে পারলে উভয় দেশ উপকৃত হতে পারে।

এ সময় অন্যান্যের মাঝে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত মো. আব্দুল হাই, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ডঃ সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী ও থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এইচআর

Link copied!