অক্টোবর ২৯, ২০২৩, ০১:১৭ পিএম
রাজধানীর বংশাল থানার পাশে তাঁতীবাজার মোড়ে বাসে আগুনের ঘটনার পর বাস চলাচল কমেছে। সরেজমিনে দেখা যায়, সদরঘাট থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ছেড়ে যাওয়া বাসের সংখ্যা কমেছে।
অলস বাস নিয়ে বসে থাকা একজন চালক বলেন, বাসে আগুনের ঘটনা ঘটছে। বাসে আগুন দিলে এ দায়ভার কে নিবে। তাই পরিস্থিতি দেখে বাস নিয়ে বের হবো।
উল্লেখ্য, রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে বিএনপি-জামাতের ডাকা হরতালে গুলিস্থান থেকে বাসটি সদরঘাটের দিকে আসা বিহঙ্গ পরিবহনের বাসটিতে যাত্রীবেশে ওঠা কয়েকজন বাসটিতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিস্থান থেকে যাত্রীবেশে চারজন বাসটিতে ওঠে। তাঁতীবাজার মোড়ে এসে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ।
এইচআর