Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে ৪ বাসে আগুন

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৮, ২০২৩, ০৯:৩৯ পিএম


রাজধানীতে ৪ বাসে আগুন

রাজধানীর আগারগাঁও তালতলা, গুলিস্তানের কাপ্তানবাজার, মেয়র হানিফ ফ্লাইওভার ও মিরপুর কালশী রোডের বসুমতি পরবহনসহ ৪টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তালতলায় বিহঙ্গ পরিবহনে  আগুন দেয়ার ঘটনা ঘটে। ঘটনার পরপরই সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন  বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

হরতাল শুরুর আগেই রাজধানীর গুলিস্তানে কাপ্তানবাজারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, গুলিস্তানে একটি বাসে আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আনিসুর রহমান  বলেন, রাত ৭টা ৩৬ মিনিটে মেয়র হানিফ ফ্লাইওভারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

এছাড়াও রাজধানীর মিরপুর কালশী রোডের বসুমতি পরবহনের একটি বাসে আগুনের খবর পাওয়া গেছে। শনিবার (১৮ নভেম্বর) রাত ১১টা ৫৮ মিনিটে আগুনের এ সংবাদ পায় ফায়ার সার্ভিস। এটিসহ রাজধানীতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ৪ বাসে আগুনের খবর পাওয়া গেছে।

আরএস

Link copied!