Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পুরান ঢাকায় সিএনজি অটোরিকশায় ককটেল নিক্ষেপ

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৯, ২০২৩, ১০:১৩ এএম


পুরান ঢাকায় সিএনজি অটোরিকশায় ককটেল নিক্ষেপ

রাজধানীর পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে একটি সিএনজিচালিত অটোরকিশাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই সিএনজিতে আগুন ধরে যায়।

আজ রোববার বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেলের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিল। এসময় আচমকা ককটেল এসে সিএনজিটির সামনের গ্লাসে পড়ে। মূহূর্তেই গ্লাসটি চূর্ণবিচূর্ণ হয়ে সিএনজিতে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস মিডিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের পর সিএনজিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগের রাতে (শনিবার) রাজধানীতে চারটি যাত্রীবাহী বাসে ও জামালপুরে একটি ট্রেনের ৩টি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এআরএস

Link copied!