Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

রাজধানীতে এশিয়ান টাউন ডেভেলপমেন্ট’র রেডি প্লট বিক্রয় উৎসব

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৪, ২০২৩, ০৭:৫৪ পিএম


রাজধানীতে এশিয়ান টাউন ডেভেলপমেন্ট’র রেডি প্লট বিক্রয় উৎসব

রাজধানী ঢাকায় এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিমিটেড এর পূর্বাচল এশিয়ান হাইওয়ে ও ঢাকা-মাওয়া হাইওয়ে রোড সংলগ্ন রেডি প্লট বিক্রয় উৎসব চলছে।

এতিহ্যবাহী ধানমন্ডি ও সীমান্ত স্কয়ারে চলা এ মেলায় এশিয়ান শান্তি নিবাসের প্রকল্প ইনচার্জ এবং জেনারেল ম্যানেজার ডি. এম. সাকলায়েন বলেন, আমরা গ্রাহকদের সাধ ও সাধ্যের অপূর্ব সমন্বয়ে কিস্তিতে এবং নগদে বিশেষ ছাড়ে প্লট বিক্রয় করছি এবং এলাকাভিত্তিক মেলা হওয়ায় গ্রাহকদের ব্যাপক সাড়া পাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের প্রকল্পের সকল তথ্য সংগ্রহ করে প্লট ক্রেতারা উৎসাহ বোধ করছেন।‌ ক্রেতাদের সাড়া পেয়ে আমারও অত্যন্ত আনন্দিত।

আবাসন মেলা ‌আগামী (২৬ নভেম্বর) রোববার সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।

এইচআর

Link copied!