Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা রিটার্নিং কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৩০, ২০২৩, ০৪:৪৭ পিএম


ঢাকা রিটার্নিং কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কার্যালয়ের পাশে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

এদিকে, ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কার্যালয়ে আসা সেবাগ্রহীতারা। তবে বিস্ফোরণের পরপরই ওই এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের টহল জোরদার করা হয়েছে।

আরএস

Link copied!