Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ডিআরইউর সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৩০, ২০২৩, ০৬:৪৬ পিএম


ডিআরইউর সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন

ঢাকায় কর্মরত রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি হয়েছেন শুক্কুর আলী শুভ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ।

বুধবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন চারজন। আর সাধারণ সম্পাদকের পদের জন্য প্রার্থী ছিলেন তিনজন। কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের জন্য প্রার্থী হয়েছেন আটজন।

ডিআরইউর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

সভাপতি পদের প্রতিদ্বন্দ্বিতা করেন কবির আহমেদ খান, সাখাওয়াত হোসেন বাদশা, সৈয়দ শুকুর আলী শুভ এবং জহিরুল হক রানা।

আরএস

Link copied!