ডিসেম্বর ৩, ২০২৩, ১২:৫৯ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচনী বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে।
আজ রোববার বেলা ১১টার দিকে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে ইসির চার যুগ্ম-সচিব, এক উপসচিব, পরিচালক (জনসংযোগ) বৈঠকে উপস্থিত রয়েছেন।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী বিশেষজ্ঞ দলে রয়েছেন ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল অ্যানালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল অ্যানালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)। তারা দুই মাসের মিশন নিয়ে বাংলাদেশে এসেছেন।
এর আগে গতকাল শনিবার বিকেলে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনী বিশেষজ্ঞ দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।
এআরএস