Amar Sangbad
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪,

শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৭, ২০২৩, ০৩:৫২ পিএম


শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর শাহবাগে তরঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, আজিজ সুপার মার্কেটের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা হয়।

এ ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

উল্লেখ্য, বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দশম দফার অবরোধের দ্বিতীয় দিন আজ। এ দফার অবরোধ বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ১২টি যানবাহনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। 

আরএস

Link copied!