Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

ছাদে পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৬, ২০২৩, ১০:৫৫ এএম


ছাদে পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

রাজধানীর কামরাঙ্গীরচরের নার্সারি মোড় এলাকায় বিজয় দিবস উপলক্ষ্যে বাসার ছাদে বাংলাদেশের পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত সুজনের বড় ভাই রাসেল বলেন, আমার ছোট ভাই পেশায় একজন দর্জি। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাসার ছাদে জাতীয় পতাকা টানানোর সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সঙ্গে জড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাড়াতাড়ি তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই। আমাদের বাড়ি বরিশাল জেলায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানিয়েছি।

এইচআর

Link copied!