Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কমলাপুর রেলস্টশনে ট্রেন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৩, ১১:১৮ এএম


কমলাপুর রেলস্টশনে ট্রেন লাইনচ্যুত
ছবি: সংগ্রহীত

রাজধানীর কমলাপুর রেলস্টশনে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ট্রেনটি সকাল সোয়া ১০টার দিকে স্টেশন ছাড়ে। প্লাটফরম ত্যাগ করে মূল লাইনে ওঠার মূহুর্তে মাঝের একটি কোচের চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটির গতি ধীরগতি ছিল বলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

যাত্রীরা আরও জানান, লাইনচ্যুত কোচটি উদ্ধারের কাজ চালাচ্ছে। তবে অন্যান্য লাইন দিয়ে কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে, আবার স্টেশনে ট্রেন আসছে।

এআরএস

Link copied!