Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫,

ভোটের প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে জাতিসংঘ’

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২৪, ০৭:১৩ পিএম


ভোটের প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে জাতিসংঘ’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। তবে বিএনপির ভোট বর্জন নিয়ে সংস্থাটির কোনো পর্যবেক্ষণ নেই।

বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো নিনো নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।

ব্রিফিংয়ে এক সাংবাদিক ফ্লোরেন্সিয়াকে প্রশ্ন করে বলেন, বাংলাদেশের নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের ১ হাজার ৯৭০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে চার শ’ বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে পৌঁছেছেন। অথচ এমন অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি তা বর্জন করেছে। এ ব্যাপারে জাতিসংঘের কোনো পর্যবেক্ষণ আছে কি না।

জবাবে ফ্লোরেন্সিয়া বলেন, না, নেই। আমরা শুধু নির্বাচনের প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের আশা, স্বচ্ছ ও সংগঠিত উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত শুধু এটুকুই বলার আছে।

এর আগে, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোট হবে। এর আগে, ৫ জানুয়ারি ভোটের প্রচারণা শেষ হতে চলেছে।

এইচআর

Link copied!