Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ওয়ারী ক্লাবে অলস সময় পার করছে আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৭, ২০২৪, ০৩:১৩ পিএম


ওয়ারী ক্লাবে অলস সময় পার করছে আনসার সদস্যরা
ছবি: আমার সংবাদ

ঢাকা-৮ আসনের ওয়ারী ক্লাব কেন্দ্রে ভোটার শূন্য। অলস সময় পার করছে নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসার সদস্যরা। সরেজমিনে গিয়ে সেখানে ভোটারদের কোন লাইন দেখা যায়নি।

সকালে এমন দৃশ্য দেখা গেলেও দুপুরে এক-দুই জন ভোটার দেখা গেছে। এই কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাহাউদ্দিন নাসিমের এজেন্ট ছাড়া অধিকাংশ ভোট কক্ষে অন্য প্রার্থীদের এজেন্ট দেখা যায়নি। কেন্দ্রের বাইরেও নৌকা সমর্থিত প্রার্থীর কর্মীদের ভিড় দেখা গেছে।

প্রিজাডিং কর্মকর্তা আমার সংবাদকে  জানিয়েছেন, এবার নির্বাচনে তুলনামূলক ভোটার উপস্থিতি কম।

এআরএস

Link copied!