Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

উম্মাহ হেল্প ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৮, ২০২৪, ০৬:০৪ পিএম


উম্মাহ হেল্প ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

ঢাকার হাজারীবাগে লেবার ও রিকশা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেবামুলক প্রতিষ্ঠান ‘উম্মাহ হেল্প ফাউন্ডেশন’। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকাল ৮ ঘটিকায় স্থানীয় ঝাউচর এলাকায় এ কর্মসূচী পালিত হয়।

এসময় সকলের উদ্দেশ্যেঅতিথিরা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের পথচলা। শীতের তীব্রতায় সুবিধা বঞ্চিত মানুষেরা সবচেয়ে বেশী কষ্টে থাকে। আমাদের উচিত ছিল শীতার্তদেরকাছেশীতবস্ত্র পৌঁছে দেয়া কিন্তু আমাদের একার পক্ষে অসম্ভব।

এ বিষয়ে উম্মাহ হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট কলামিস্ট ও উপস্থাপক মুহাম্মাদ আবদুল কাহহার বলেন, ‍‍`উম্মাহ হেল্প ফাউন্ডেশন‍‍` অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। ইয়াতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, বিধবা, শারীরিকভাবে কাজ করতে অক্ষম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের পথচলা। আমাদের সামান্য উপহার  আপনারা সাদরে গ্রহণ করবেন। আপনাদের কষ্টগুলো আমরা বুঝতে পারলেও আমাদের পর্যাপ্ত সামার্থ নেই।

তিনি আরও বলেন, গতবছরও আমরা কম্বল বিতরণ করেছিলাম। উম্মাহ হেল্প কার্যক্রমে যারা টাকা ও শ্রম দিয়ে সহায়তা করছেন তাদেরকে ধন্যবাদ জানান।

উম্মাহ হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান দোয়া চেয়ে বলেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। আল্লাহ সবার দানকে কবুল করুন।  সেই সাথে তিনি সমাজের সব শ্রেণী ও পেশার বিত্তবান দানশীল মানুষের সহযোগিতা কামনা করেছেন।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর সভাপতিত্বক করেন গজমহল ট্যানারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব হাবিবুর রহমান। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের  উপদেষ্টা নিউ মার্কেট চাঁদনী চক মসজিদের খতীব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি মাহমুদ প্রিন্টার্স ও সাপ্লায়ার্স’র এমডি মুহাম্মাদ মাহমুদুল হাসান।

এইচআর

Link copied!