Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চকবাজারে সোলায়মান টাওয়ারে আগুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৪, ১০:১৫ এএম


চকবাজারে সোলায়মান টাওয়ারে আগুন
ছবি: সংগ্রহীত

রাজধানীর চকবাজারে সোলায়মান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  শনিবার (২০ জানুয়ারি) সকালে ছয়তলা ভবনটির  নিচতলায় এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বলেন, ‘সকাল আটটা ৫৯ মিনিটে চকবাজারের সোলায়মান টাওয়ার নিচতলায় দুইটি দোকানে আগুন লাগার খবর আসে। এই সংবাদ পাওয়ার পর আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর আসেনি।’

এআরএস

Link copied!