Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

স্মার্ট হবে ঢাকা ওয়াসা: তাসকিম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২১, ২০২৪, ১২:১৯ পিএম


স্মার্ট হবে ঢাকা ওয়াসা: তাসকিম
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম খান

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম খান বলেছেন, ঢাকা ওয়াসাকে স্মার্ট ওয়াসাতে রুপান্তর করা হবে। যাতে মানুষ সকল ধরনের সুযোগ সুবিধা পায়।

রোববার (২১ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পুনরায় মন্ত্রী হিসাবে মো. তাজুল ইসলাম নিয়োগ পাওয়ায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা ওয়াসাকে আধুনিক করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছে। তাই আজ ঢাকা ওয়াসার দক্ষিণ এশিয়ার অন্যতম রুল মডেল হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যানসহ সকল ওয়াসা কর্মকর্তাগণ।

এআরএস

 

Link copied!