Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিজিবিএ’র ইউনাইটেড ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৩, ২০২৪, ০৫:১৬ পিএম


বিজিবিএ’র ইউনাইটেড ফোরামের আত্মপ্রকাশ

বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস এসোসিয়েশন (বিজিবিএ) কিছু বায়িং হাউস মালিকের সমন্বয়ে আত্মপ্রকাশ হলো হলো ইউনাইটেড ফোরাম। ফোরামটি বায়িং হাউসের সকল মালিকের সুযোগ সুবিধা নিয়ে কাজ করবে। সকল সদস্যের আশ্রয়স্থল হবে ইউনাইটেড ফোরাম। বিজিবিএ আরও গতিশীল করতে আগামী ২ মার্চ ফোরামের ১ম নির্বাচন অনুষ্ঠিত হবে। খুব শীঘ্রই নির্বাচনের প্যানেল ও ইশতেহার জানানো হবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিআরইউ) এর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস এসোসিয়েশন (বিজিবিএ) এর ইউনাইটেড ফোরামটি আত্মপ্রকাশ করে।

বক্তরা বলেন, বায়িং হাউসের মালিকদের সংগঠনের নাম হলো বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস এসোসিয়েশন বা সংক্ষেপে বিজিবিএ বহু ঘাত প্রতিঘাত ও বাঁধা পেড়িয়ে সংগঠনটি অবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের অধিনে একটি স্বতন্ত্র ব্যবসায়িক সংগঠন হিসাবে স্বীকৃতি পায়। এটিকে পূর্নতা, পেশদারিত্ত ও স্বতন্ত্র রূপ দেয়ার লক্ষে সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হয়। যার ধারাবাহিকতায় আগামী ২ মার্চ সংগঠনটির পরিচালনা পরিষদ গঠনের লক্ষে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারন সদস্যগণ তাদের মূল্যবান ভোট প্রদান করে তাদের আগামী দিনের নেতৃত্ব নির্ধারন করবেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশের অর্থনীতি নামক মেরুদণ্ডকে সোজা ও শক্ত করার ক্ষেত্রে যে সকল সেক্টর গুরুত্বর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে অন্যতম লক্ষ লক্ষ গরীব প্রবাসীর ঘাম ঝরানোর মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা। এরপরেই আসে যেই সেক্টরের কথা তা হলো শতভাগ রপ্তানিমুখী পোশাকশিল্প। আর এই পোশাক শিল্পের চাকাকে চালু রাখার জন্য ফুয়েলের বা মূল ভূমিকায় আছে বাংলাদেশের নাম জানা-অজানা স্ব-উদ্যোগে প্রতিষ্ঠিত অগনিত বায়িং হাউসসমূহ। আমাদের সর্বশেষ তথ্যমতে দেশের রপ্তানি করা পোশাক শিল্পের প্রায় শতকরা ৮০ ভাগ কার্যাদেশ বা অর্ডার সংগৃহীত ও বাস্তবায়ন হয় এসকল বায়িং হাউসের মাধ্যমে।

পোশাক রপ্তানি শিল্পের সাথে জড়িত অন্যান্য প্রতিষ্ঠিত ব্যবসায়িক সংগঠনের মতো আমাদের সংগঠনও ব্যবসা প্রসারে ও জাতীয় রাজস্ব অর্জনে ভুমিকা রেখে দেশের জাতীয় অর্থনিতির চাকা সচল রাখতে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। যার বাস্তবায়ন কেন্দ্র হবে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস এসোসিয়েশন।

এসময় উপস্থিত ছিলেন, বিজিবিএ এর আহ্বায়ক আনিসুর রহমান, জেবিএল ফ্যাসন্সের ম্যানেজিং পার্টনার ও বিজিবিএ এর সদস্য সচিব মোহাম্মদ মফিজ উল্লাহ্ বালু, বিজিবিএ এর সদস্য সচিব কাউসার আলম ও বিজিবিএ এর সদস্য সচিব নাহিদ।

এআরএস

Link copied!