Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৩, ২০২৪, ০৫:৩২ পিএম


রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম
ছবি: সংগ্রহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ হলেন মো. আশরাফুল ইসলাম ।

সোমবার (২২ জানুয়ারি) রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাজউকের ০২/২০২৪তম সাধারণ সভায় জনাব আশরাফুলকে এই দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এর আগে তিনি রাজউকের নগর পরিকল্পনাবিদ ও রাজউকের মূখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আশারফুল ইসলাম।

Link copied!