Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যাত্রাবাড়ীতে দুই ভবনের ফাঁকা জায়গা থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৬, ২০২৪, ০৮:৪২ পিএম


যাত্রাবাড়ীতে দুই ভবনের ফাঁকা জায়গা থেকে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় দুই ভবনের ফাঁকা জায়গা থেকে মো. হাসান (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে মর্গে পাঠিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাব্বির হোসেন জানান, দুপুরে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল মীরহাজিরবাগ কাঁচাবাজার সংলগ্ন সোনালী হোটেলের গলিতে দুই ভবনের ফাঁকা জায়গায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এসআই সাব্বির হোসেন আরও জানান, আশপাশে লোকদের কাছে থেকে জানতে পেড়েছি ওই যুবক ভবনের পঞ্চমতলার রেলিং বেয়ে চুরি করার সময় নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এইচআর

Link copied!