Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

নির্মাণে নিরাপত্তা নিশ্চিতকরণে রাজউকের মাইকিং ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৪, ০৫:১০ পিএম


নির্মাণে নিরাপত্তা নিশ্চিতকরণে রাজউকের মাইকিং ও লিফলেট বিতরণ
ছবি: আমার সংবাদ

রাজধানীর রামপুরা, রমনা ও হাতিরঝিল এলাকায় অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণ করতে জনসচেতনতামূলক মাইকিং প্রচার ও লিফলেট বিতরণ কার্যক্রম করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

শনিবার (২৭ জানুয়ারি) রাজউক জোন-৬/১ অন্তর্ভুক্ত এলাকায় এমন জনসচেতনতামূলক মাইকিং প্রচারের দৃশ্য দেখা যায়।

প্রচারণায় ইমারত বিধিমালার প্রতিপালন যোগ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে জনসচেতনতা তৈরি করতে মাইকিং করা হয়। এর মধ্যে অনুমোদিত নকশা ব্যতীত ইমারত নির্মাণ থেকে বিরত থাকা, অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণাধীন ভবনের সব নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার কথা বলা হয়। নির্মাণকাজে সম্পৃক্ত সব শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাইটবেষ্টনী তৈরি করা।

এ ছাড়া যেসব ভবন মালিক প্রচারণায় উল্লেখ করা বিষয়গুলো অমান্য করবে, তাদের বিরুদ্ধে ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।

জনসচেতনতামূলক মাইকিং প্রচারণার ও লিফলেট বিতরণের বিষয়ে রাজউক জোন-৬/১-এর অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ বলেন, রাজউক চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বাসযোগ্য নিরাপদ নগরী গড়তে ভবন মালিকদের সচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের জোন পরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরাও আমাদের দায়িত্বাধীন এলাকায় সারা দিন প্রচার করেছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে— যারা নকশা নিয়ে এর নিয়মকানুন মানছে না, তাদের নিয়ম প্রতিপালনে উদ্ভুদ্ধ করা।

তিনি আরও বলেন, ইমারত বিধিমালা পরিপূর্ণভাবে বাস্তবায়নে তাদের সচেষ্ট করে তুলতে হবে। ভবন মালিকদের মাঝে সচেতনতা তৈরি হলে বৈধভাবে যেমন ইমারত নির্মাণের হার বাড়বে, তেমনি করে ঝুঁকিপূর্ণ ভবন ও দুর্ঘটনার হার কমে আসবে। এ ছাড়া অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণে আমরা প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করে আসছি। পরিকল্পিত নিরাপদ আবাসস্থল আমাদের প্রত্যেকের কাম্য। আর সেই বসবাসযোগ্য ইমারত নির্মাণে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

মাইকিং এবং লিফলেট বিতরণের সচেতনতার বৃদ্ধিতে আরও উপস্থিত ছিলেন সহকারী অথরাইজড অফিসার মো. সাব্বিরুল ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক বাসু দেব ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মো. ফিরোজ আলম, সুমন আহমেদ, মো. সাইফুল ইসলাম, মো. ইমরান শেখ, মো. জিয়াউদ্দিন, মো. কামরুজ্জামান, নাজিম উদ্দিন, সুব্রত কর্মকার, নাহিদুল ইসলাম, বিশ্বজিৎ সিংহসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!