Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান: গ্রেপ্তার ৩৯

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৪, ০৭:৫৮ পিএম


রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান: গ্রেপ্তার ৩৯

একদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (২৭ জনুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ পুলিশ কর্মকর্তা জানান, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে অংশ হিসেবে গত শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চার্লিয়ে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২৮১ পিস ইয়াবা, ২৬ গ্রাম হেরোইন, ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১৮ লিটার দেশি মদ ও ৯৮০ মিলি প্যাথেডিন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্ত।

আরএস

Link copied!