Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

শীতের রাতে রাজধানীতে হঠাৎ বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৯:২৮ এএম


শীতের রাতে রাজধানীতে হঠাৎ বৃষ্টি
ফাইল ছবি

রাজধানীতে শীতের প্রকোপ এখনও কাটেনি। এর মধ্যে মধ্যরাতে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১২টা ১০মিনিট থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। তবে এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে বৃষ্টি থেমে যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহজুড়ে এমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য ওঠা-নামা করতে পারে।

এদিকে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

দ্বিতীয় দিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

রাতে রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে গিয়ে দেখা যায়, তীব্রতা থাকলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি বৃষ্টি। তবে, ১৫/২০ মিনিটের ওই বৃষ্টির পরে রাজধানীতে গণপরিবহনের তীব্র সংকট দেখা দেয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে একটি বাস এলে হুমড়ি খেয়ে পড়েন শত শত মানুষ।

ইএইচ

Link copied!