Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বনশ্রীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আমার সংবাদ ধর্ম ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২৪, ১১:২০ এএম


বনশ্রীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রী এলাকা থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বনশ্রীর ব্যাংক কলোনি থেকে বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী গাজী নাজিউর রহমান নাদিমকে (২৪) ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার ওসি মো. মশিউর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে একজন এসআইকে ঘটনা তদন্তে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন।

ইএইচ
 

Link copied!