Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

মেট্রোরেলে হাফ পাশের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ১২:২২ পিএম


মেট্রোরেলে হাফ পাশের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মেট্রোরেলে হাফ পাশের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যনারে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল সামনে এই মানববন্ধনে আয়োজন করে। এখানে তারা সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার দাবি জানায়।

২০২১ সালে হাফ পাসের দাবিতে বাংলাদেশে বৃহৎ এক ছাত্র আন্দোলন এর সূত্রপাত ঘটেছিল। যা প্রেক্ষিতে সকল মহানগরীতে কিছু শর্ত বেদে বাসে শিক্ষার্থীদের হাফ পাসের প্রজ্ঞাপন জারি করা হয়। তবে সম্প্রতি নগরবাসীর বিভিন্ন সুবিধার দিক তুলে ধরে চালু হওয়া মেট্রোরেলে শিক্ষার্থীদের কোন প্রকার ছাড় প্রদান করা হচ্ছে না। যা একই নগরীতে শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণ স্বরূপ। এছাড়াও মেট্রো রেল কর্তৃপক্ষের নির্ধারিত অযৌক্তিক ভাড়া শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে।

এমতাবস্থায় ৩ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১ টায় সাধারণ শিক্ষার্থীরা মেট্রো রেলের হাফ পাস সহ পাঁচ দফা দাবিতে রাজধানীর ফার্মগেট মেট্রো রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে আপনারদের পেশাদারিত্ব আমাদের যৌক্তিক দাবি আদায় আরো অগ্রণী ভূমিকা পালন করবে।

হামিদ/বিআরইউ

Link copied!