Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের প্লাস্টিক গুদামের আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৭:১৪ পিএম


৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের প্লাস্টিক গুদামের আগুন
ছবি: আমার সংবাদ

নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় বিআইডব্লিউটিএর প্লাস্টিক গুদামে লাগা আগুন ৫ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পরও নিয়ন্ত্রণে আসেনি।

শনিবার দুপুর ১টার সময় গেটের দক্ষিণ পাশে পাইপের স্তূপ থেকে আগুন লাগে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, খবর পেয়ে আদমজী ও হাজীগঞ্জের ৭টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভাতে কাজ করছে। প্লাস্টিক ও রাবার জাতীয় জিনিসপত্র থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। তবে আগুন যেন বাড়তে না পারে সেদিক আমরা নজর রাখছি।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর সদস্য কমান্ডার রফিউল হাসাইন জানান, আগুন কীভাবে লেগেছে তা জানা যায়নি। তবে আগুন কীভাবে লেগেছে তা উদ্‌ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে।

ইএইচ

Link copied!