Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

অষ্টমতলা থেকে বিবস্ত্র অবস্থায় রাস্তায় পড়ে গৃহকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০২:৫৩ পিএম


অষ্টমতলা থেকে বিবস্ত্র অবস্থায় রাস্তায় পড়ে গৃহকর্মীর মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসার অষ্টমতলা থেকে পড়ে প্রীতি নামের ১২ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সে অষ্টমতলা থেকে বিবস্ত্র অবস্থায় নিচে পড়ে গিয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, মোহাম্মদপুরের শাহজাহান রোডের ২/৭ নম্বর বাড়ির নিচ থেকে গৃহকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই বাসার গৃহকর্ত্রী ও গৃহকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আটক গৃহকর্তা আশফাকুল একটি ইংরেজি দৈনিকে কর্মরত আছেন।

তবে এলাকাবাসী জানিয়েছে, প্রীতির মরদেহ ওই বাসার নিচে পড়েছিল। পরে লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক বলেন, গৃহকর্তা দাবি করেছেন প্রীতি বাসা থেকে পড়ে মারা গেছে। তবে আমরা বিষয়টি দেখছি। আমাদের হেফাজতে রেখে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইএইচ

Link copied!