Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০২:০৩ পিএম


রাজধানীতে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজধানীর মতিঝিল এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। 

গ্রেপ্তারকৃতরা হলো- মো. আশরাফুল খাঁন ও মো. নুরুল ইসলাম ওরফে লিমন।

অভিযানে নেতৃত্ব দেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ঢাকা মহানগরীতে অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় ব্যক্তি এজিবি কলোনি এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় মাদক বেচা-কেনায় ব্যবহৃত দুটি মুঠোফোন।

প্রাপ্ত তথ্য সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশের কর্মকর্তা।

এআরএস

Link copied!