নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১০, ২০২৪, ১২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১০, ২০২৪, ১২:২৫ পিএম
রাজধানীর ইসলামবাগে কারাতের ৭৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগার কারাতে কুংফু অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে. এম রহমান বাপ্পি (ইসলামবাগ আইডিয়াল স্কুল এন্ড কলেজ) ইসলামবাগে এ শাখার উদ্বোধন করেন
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. নাদিম মিয়া (আন্তর্জাতিক ৫ম ড্যান) এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম হৃদয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামবাগ আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল এ বি এম শহিদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনজু আক্তার পারভিন এবং যিনি কারাতে এসোসিয়েশনকে সব সময় নানান ভাবে সহযোগিতা করেন মো. মোমিনুর রশিদ সিদ্দিকী, সরকারি কলোনী, আজিমপুর, ঢাকা ।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, লালবাগ থানাধীন এলাকায় ২৯নং ওয়ার্ডে ইসলামবাগ আইডিয়াল স্কুল এন্ড কলেজ একটি সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ২০০৩ সালে প্রতিষ্ঠিত হলেও ২০১১ সালে সরকারি অনুমতি দেওয়া হয়। সামান্য কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ৬০০ ছাত্র-ছাত্রী লেখাপড়ার ব্যাবস্থা করা হয়েছে ।
লেখাপড়ার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক কারাতে খেলায় অংশগ্রহণ করার সুযোগ, সুস্থ দেহ ও সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগার কারাতে কুংফু এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে আমি আশা করি। একই সঙ্গে কারাতে ক্লাবের ৭৪তম শাখার সফলতার জন্য সকল সুযোগ সুবিধা প্রদানে আমি সব সময় পাশে থাকবো ।
বিশেষ অতিথি তাদের বক্তবে ইসলামবাগ আইডিয়াল স্কুল এন্ড কলেজে বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগার কারাতে কুংফু এসোসিয়েশনের ক্লাব উদ্বোধনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সভাপতি, সাধারণ সম্পাদকসহ অত্র স্কুল এন্ড কলেজের প্রিন্সিপালকে ধন্যবাদ জানিয়ে বলেন, এইখানে উপস্থিত সকলের কারাতে প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন গড়ার জন্য আমাদের এই উদ্যোগ ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আজিজুল হক, আব্দুল আজিজ, মাইশা, হুমাইশা, তাসনি, শিহাব, মেহেক, মাহিয়া, নাইম এবং ইসলাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ সহ শতাধিক ছাত্র-ছাত্রী ।
এআরএস