Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কুখ্যাত মাদক সম্রাট আজাদ মিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৬:০৯ পিএম


কুখ্যাত মাদক সম্রাট আজাদ মিয়া গ্রেপ্তার

ফরিদপুরের কুখ্যাত মাদক সম্রাট যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আজাদ মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। দীর্ঘ ৮ বছর ধরে পলাতক থাকা আসামি মো. আজাদ মিয়াকে ফরিদপুরের কোতোয়ালি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডিত পলাতক আসামি মো. আজাদ মিয়াকে (৪৮) র‌্যাব-১০ ফরিদপুর জেলার কোতোয়ালীর রাজবাড়ী রাস্তা থেকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মো. আজাদ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা দায়েরের পর বিভিন্ন সময় আদালত থেকে জামিন নিয়ে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। তার নামে আরও ৭টি মামলা ছিল বলে জানা যায়।

গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাসুম/ইএইচ

Link copied!