Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন মুশতাক-তিশা দম্পতি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১১:০৮ এএম


জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন মুশতাক-তিশা দম্পতি
ছবি: সংগৃহীত

জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা।

শনিবার রাত ১০টার দিকে শাহবাগ থানায় গিয়ে নিরাপত্তা চেয়ে জিডিটি করেন তারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, মুশতাক-তিশা দম্পতি বইমেলার ঘটনা নিয়ে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে, শুক্রবার বিকালে বইমেলায় বইয়ের প্রচারণা করতে গেলে আসা অনেকের ক্ষোভের মুখে পড়েন আলোচিত মুশতাক-তিশা দম্পতি।

এ সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দিতে তাদের মেলা প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়। এ সময় আনসার সদস্যদের নিরাপত্তায় বইমেলা ছাড়তে দেখা যায় তাদের।

ইএইচ

Link copied!