Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

স্কুলড্রেস পরে ধানমন্ডি লেকে প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০১:২৬ পিএম


স্কুলড্রেস পরে ধানমন্ডি লেকে প্রবেশ নিষেধ
ছবি: সংগৃহিত

দিনের বেলায় স্কুলড্রেস পরিহিত অবস্থায় কোনো শিক্ষার্থী ধানমন্ডি লেকে প্রবেশ করতে পারবে না। কেউ প্রবেশ করলে তার বিরুদ্ধে বিদ্যালয়ের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ধানমন্ডি লেক পরিষ্কারের কর্মসূচি পালন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ নিষেধাজ্ঞার কথা বলেন।

No description available.

মেয়র তাপস বলেন, ধানমন্ডি লেকের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য  সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে ফাঁকি দিয়ে যেন ধানমন্ডি লেখা অবস্থান করতে না পারে সেজন্য দায়িত্বরত সকল কর্মকর্তাদেরকে বিশেষভাবে সতর্ককার হল। কোন শিক্ষার্থী বিদ্যালয় চলাকালীন সময় পোশাক পরিহিত অবস্থায় ধানমন্ডি লেকে অবস্থান করে তার বিরুদ্ধে স্কুলের মাধ্যমে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, অবকাঠামো দিয়ে উন্নয়ন করা যাবে না। জনগণের মাধ্যমে সচেতনভাবে কাজ করতে হবে। তার জন্য সকলের অংশগ্রহণ খুব বেশি জরুরি।

এছাড়াও উপস্থিত ছিল ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ডিএসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সম্পত্তি কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ।

মজুমদার/এআরএস

Link copied!