Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘দুর্নীতি করার জন্য সাগর-রুনিকে হত্যা করা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৯:৪৭ পিএম


‘দুর্নীতি করার জন্য সাগর-রুনিকে হত্যা করা হয়েছে’

বিদ্যুৎ সেক্টর যখন দুর্নীতি বাজদের দখলে চলে যায় তখন সাগর-রুনিকে নির্মমভাবে হত্যা করা হয় বলে মন্তব্য করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৈাধুরী।

তিনি বলেন, ”সাগর রুনি হত্যার পরে বিদ্যুৎ সেক্টরকে দুর্নীতি শীর্ষ তালিকায় নিয়ে গেছে, এই সেক্টরে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এ সেক্টরকে লুটপাটের সেক্টরে পরিণত করেছে। দুর্নীতি করার জন্য সাগর রুনিকে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএফইউজে এবং ডিইউজে আয়োজিত সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ একথা বলেন।

মহাসচিব কাদের গনি চৈাধুরী বলেন, ১১ ফেব্রুয়ারি সাগর রুনি হত্যার একযুগ পেরিয়ে গেল এখনো বিচার হলো না। কিন্তু আইনমন্ত্রী বললেন,পঞ্চাশ বছর প্রয়োজনে অপেক্ষা করতে হবে। আইনমন্ত্রীর এই বক্তব্যকে আমি বেআইনি মনে করি। সভ্যতা বিবর্তিত মনে করি। আইনমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে খুনিরা আনন্দিত হয়েছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন গাজী বলেন, সাগর রুনি হত্যার একযুগ পার হওয়ার পরেও দেখি যখন বিচার হয়না, চার্জশিট দাখিল হয়না তখন আমরা নিরব ভূমিকা থাকতে পারিনা।

তারপরে যখন আইনমন্ত্রী বলে বিচার হইতে পঞ্চাশ বছর লাগতে পারে এরপর আমাদের বুঝতে আর বাকি নাই। এই সরকার গঠিত হয়েছে আপনারা জানেন আমি ডামি নির্বাচনের মধ্যে দিয়ে। সেই সরকারের আইনমন্ত্রী যখন সাগর রুনি হত্যা নিয়ে এই ধরনের মন্তব্য করে এটা উপহাস ছাড়া আর কিছুনা। এই বিচার যদি নাহয় তাহলে সাংবাদিকদের উপর আরো নির্যাতন বেড়ে যাবে।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খুরশীদ আলম প্রমুখ।

এইচআর

Link copied!