নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৫:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৫:৪৭ পিএম
দেড় ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে দুপুর সোয়া ২টার দিকে উত্তরা উত্তর স্টেশনের সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে আবার চলতে শুরু করে মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (বিএমটিসিএল) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানায়, উত্তরা উত্তর স্টেশনে থাকা একটি ট্রেনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ট্রেনটির অটোমেটিক ডোরে সমস্যা দেখা দেয়ায়। এতে ট্রেনের শিডিউলে বিপর্যয় দেখা দেয়। বন্ধ হয়ে যায় মেট্রোর চলাচল। পরে দ্রুত তা মেরামত করে চালু করা হয় ট্রেন।
এর আগেও বুধবার (১৪ তারিখ) দুপুর সোয়া ১টার দিকে আগারগাঁওয়ের কাজীপাড়া স্টেশনে একটি ট্রেন আটকা পড়ে। এ সময় যাত্রীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয় স্টেশন থেকে।
কর্মকর্তারা জানান, সম্ভাব্য ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে-ওসিএস (ট্রেন চলাচলের ওপরের বৈদ্যুতিক লাইন) ভোল্টেজ কমে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে।
এ সময় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেকেই মেট্রোরেল স্টেশন থেকে নেমে রিকশায়, বাসে কিংবা পায়ে হেঁটে গন্তব্যে ছুটছেন। জরুরি কাজে হাতে কম সময় নিয়ে যারা বের হয়েছিলেন তারা পড়েছেন চরম বিপদে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাজীপাড়া স্টেশন সংলগ্ন লাইনে ঘুড়ি পড়ায় মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে।
আরএস