Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সুভাষ সিংহ রায়ের মাতা’র মৃত্যুতে শেখ হাসিনার শোক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৭:৩৪ পিএম


সুভাষ সিংহ রায়ের মাতা’র মৃত্যুতে শেখ হাসিনার শোক

আওয়ামী লীগ সহ সম্পাদক সুভাষ সিংহ রায়ের মাতা চঞ্চলা রানী-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

পৃথক শোক বার্তায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও চঞ্চলা রানীর মৃত্যুতে শোক প্রকাশ করেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত ওই শোকবার্তায় প্রধানমন্ত্রী চঞ্চলা রানীর আত্মার শান্তিকামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় ওবায়দুল কাদের ‘চঞ্চলা রানী’ আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এইচআর/ শাহাদাত

Link copied!