Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাংবাদিক লায়েকুজ্জামান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৮:৫১ পিএম


সাংবাদিক লায়েকুজ্জামান মারা গেছেন

সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

লায়েকুজ্জামান দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে পত্রিকাটির সিনিয়র রিপোর্টার এসআরজে সুমন বলেন, শনিবার বিকেলে অফিসে কর্তব্যরত অবস্থায় লায়েকুজ্জামান বুকে ব্যথা অনুভব করেন। সহকর্মীরা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লায়েকুজ্জামান ১৯৬৪ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

লায়েকুজ্জামান এর আগে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি দৈনিক মানবজমিন ও সকালের খবরে কাজ করেছেন।

আরএস

Link copied!