Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চলছে শহিদ মিনার প্রস্তুতের কাজ, আলপনা আগামীকাল

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৩:৪২ পিএম


চলছে শহিদ মিনার প্রস্তুতের কাজ, আলপনা আগামীকাল
ছবি: আমার সংবাদ

আর মাত্র দুইদিন পরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।  দিবসটি উপলক্ষ্য শহিদ মিনারে  ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ইতোমধ্যে শুরু হয়েছ শহিদ মিনারের প্রস্তুতের কাজ। আগামীকাল আলপনা আঁকা হবে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহিদ মিনার এলাকায় এ চিত্র দেখা যায়। 

জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও একই সময় শহিদ মিনার প্রস্তুতের কাজ চলছে। 

সরেজমিনে দেখা যায়, শহিদ মিনারের মূল অংশের চারপাশে বাঁশের ব্যারিকেট দেয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। মূল অংশের তিনভাগের দুইভাগ রং করা হয়েছে। বাকি একভাগ ঝাড়ু দেয়া হচ্ছে। সেখানেও রং করার কথা জানিয়েছেন দায়িত্বরতরা। 

এছাড়া কল-রেডির মাইক গুলো সাজানো রয়েছে। অল্প সময়ে মধ্য মাইক লাগানো হবে। এছাড়া একদল চিত্রশিল্পী শহিদ মিনারের আশেপাশের দেয়ালগুলো অঙ্কন করছেন। সেখানে তারা, মহান ভাষা শহিদদের স্মৃতি স্মরণ করে বিভিন্ন লেখা লিখছেন।

আগামীকাল আলপনার কাজ করার কথা জানিয়েছেন মাতৃভাষা উদ্‌যাপন কমিটির কো-অর্ডিনেটর ড. মাহমুদা খাতুন জুই বলেন, আমাদের আজ দেয়াল লিখন ও রং করার কাজ চলছে। আগামীকাল আলপনার কাজ করা হবে।

বিআরইউ

Link copied!