Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাড্ডায় সংঘবদ্ধ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৪:২১ পিএম


বাড্ডায় সংঘবদ্ধ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা থানার পূর্বাঞ্চল এলাকা থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের নাম মো. শাকিব হোসেন, মো. আল আমিন, মো. আবির, মো. রিপন মুন্সী ও মো. সুমন তালুকদার।

এ সময় উদ্ধার করা হয় ৯টি মোবাইল ফোন ও ১২টি সিম কার্ড ।

এ বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসীন গাজী বলেন, শনিবার বাড্ডা থানা এলাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রউফ সবুজ এর নেতৃত্বে চুরি ও ছিনতাই প্রতিরোধ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে বাড্ডা থানাধীন পূর্বাঞ্চল এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অবস্থান করছে। আনুমানিক বিকাল সোয়া চারটার দিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে প্রতারকদের গ্রেপ্তার করা হয় এবং উপরোক্ত আলামতসমূহ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়েছে।

আরএস
 

Link copied!