Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

সবুজবাগে ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১০:৫৩ এএম


সবুজবাগে ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত

রাজধানীর সবুজবাগ এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় ট্রাকচাপায় জেরিন তাসনিম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ফখরুল আহসান গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা জেরিন তাসনিমকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। এই ঘটনায় নিহতের স্বামী ও আহত হয়েছেন।

ইএইচ

Link copied!