Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪,

ফুলের ডালা তৈরিতে ব্যস্ত শাহবাগের ফুল ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১২:৫৩ পিএম


ফুলের ডালা তৈরিতে ব্যস্ত শাহবাগের ফুল ব্যবসায়ীরা

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদের ফুলের ডালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই ফুলের ডালার বড় একটা অংশ জোগান দেয় শাহবাগের ফুল ব্যবসায়ীরা। 

আগামীকাল ২১ ফেব্রুয়ারি হওয়ায় শাহবাগের ফুলের দোকানগুলো গুলো ব্যস্ত সময় সময় পার করছেন ফুলের ডালা তৈরাী করতে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শাহবাগের ফুলের দোকান গুলো ঘুরে এমন দৃশ্যই দেখা যায়।

ফুলের ডালা তৈরিতে ব্যস্ত যশোর পুষ্পবিতানের স্বত্বাধিকারী মাসুম আহমেদ বলেন, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ফুলের ডালার চাহিদা অনেক।সবাই শহীদ মিনারে ফুলের ডালা দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়। শাহবাগে তিন থেকে চার হাজারের বেশি ফুলের ডালা তৈরি করা হয়। আজ সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত ফুলের ডালা তৈরি ও বিক্রি হয় এখানে।

শাহবাগের বিভিন্ন ফুল ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এই বছর সকল কিছুর দামের সাথে বেড়েছে ফুলের ডালা তৈরির প্রয়োজনীয় সকল কিছুর দাম। প্রতিটি ফুলের ডালা আকার ভেদে এ বছর বিক্রি হবে ১৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত।

এইচআর

Link copied!