নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১২:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১২:০৩ পিএম
আজ থেকে ঢাকা দক্ষিণের প্রবেশমুখ পোস্তগোলা সেতু ১৬ দিনের জন্য বন্ধ থাকবে। রাজধানীর বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত সেতুটির দুই গার্ডারের মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজের জন্য বন্ধ রাখা হবে, যার জন্য (ডিএমপি) ট্র্যাফিক বিভাগ বিকল্প পথও ব্যবহার করতে বলেছে।
মেরামত চলাকালীন ঢাকাসহ ২১ জেলার যানবাহনের যাতায়াতের ক্ষেত্রে বাড়তি যানজটের শঙ্কা আছে। হালকা যানবাহনগুলো ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে।
আর ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারী যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করবে বলে জানায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
এক্ষেত্রে ভারী যানবাহন ও বড় বাসের জন্য বিকল্প সড়ক হিসাবে যেসব নির্দেশনা রয়েছে:
হালকা যানবাহনের (মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা) জন্য বিকল্প সড়ক হিসাবে যেসব নির্দেশনা রয়েছে:
প্রসঙ্গত, ২০২০ সালের ২৯ জুন বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে উদ্ধার করতে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এ সময় পোস্তগোলা সেতু পার হওয়ার সময় সেতুতে ধাক্কা দেয় ও আটকে যায় জাহাজটি। এতে সেতুর নিচের পাটাতন ও বিম ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই দফায় দফায় সংস্কার করতে গিয়ে সেতুটি কিছুদিনের জন্য বন্ধ রাখতে হচ্ছে।
বিআরইউ