Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে বেইলি রোডের আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১, ২০২৪, ০১:১৬ এএম


দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে বেইলি রোডের আগুন

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ৯টা ৫০ মিনিটে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আসে ১১টা ৫০ মিনিটের দিকে।

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনের ভেতর থেকে এখন পর্যন্ত ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভেতরে বডি ব্যাগ নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া তখন অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, স্বেচ্ছাসেবক ও স্থানীয়রা।

আরএস

Link copied!