Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বেইলি রোডের অগ্নিকাণ্ডে মেয়েসহ শিক্ষিকার মৃত্যু

আমার সংবাদ ধর্ম ডেস্ক

মার্চ ১, ২০২৪, ১১:২৪ এএম


বেইলি রোডের অগ্নিকাণ্ডে মেয়েসহ শিক্ষিকার মৃত্যু

রাজধানীর বেইলি রোডের রেস্টুরেন্টের অগ্নিকান্ডে মেয়েসহ ভিকারুননিসা নুন স্কুলের শিক্ষিকা মৃত্যুবরণ করেছেন। নিহত লুৎফুন নাহার লাকি প্রভাতী শাখায় শিক্ষিকা ছিলেন। 

তার মেয়ে নিকিতাও স্কুলটির সাবেক শিক্ষার্থী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের লাশ শনাক্ত করেন ওই শিক্ষকের স্বামী গোলাম মহিউদ্দিন।

আজ শুক্রবার (১ মার্চ) ভোরে গোলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘খাবার খেতে রেস্টুরেন্টে গিয়েছিল তারা। সেখানেই আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।’ এঘটনায় আজ (১ মার্চ) ভিকারুননিসা নুন স্কুলের এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় শোক জানিয়েছেন।

এক শোক বার্তায় তিনি বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠানের মূল প্রভাতি (৭ম-১০ম) শাখার  সিনিয়র শিক্ষক লুৎফুন নাহার করিম (লাকী) ও তাঁর মেয়ে অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্রী জান্নাতিন তাজরী গতকাল রাতে বেইলী রোডের অগ্নি দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁদের অকাল মৃত্যুতে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা শোকাহত। আমরা তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করছি। পরম করুণাময় ও ক্ষমাশীল আল্লাহতালা তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আজ বাদ জুমা দুপুর ২টায় মূল শাখার কলেজ মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

এইচআর

Link copied!