Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিজান মালিক আহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৪, ২০২৪, ০৯:৩৫ পিএম


সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিজান মালিক আহত

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দৈনিক যুগান্তরের নগর সম্পাদক মিজান মালিক। দুর্ঘটনায় তার গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

চাঁদপুর থেকে ঢাকায় নিজ অফিসে ফেরার পথে সোমবার সকাল ৯টার দিকে কুমিল্লার দাউদকান্দি ব্রিজে ওঠার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।

জানা গেছে, সাংবাদিক মিজান মালিকের গাড়ির সামনে চলন্ত একটি ট্রাক হঠাৎ হার্ডব্রেক করে। তখন পেছনে তার গাড়ির ব্যবধান ছিল মাত্র দুই ফুট। এ সময় তার গাড়ির চালকও ব্রেক করলে সামনে থাকা ট্রাকের পেছনের অংশে ঢুকে যায় মিজান মালিকের গাড়ির কাচসহ সামনের পুরো অংশ।

এ সময় মিজান মালিক আহত হন। তার নাক-মুখে মারাত্মক আঘাতে রক্তক্ষরণ হয়। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে গিয়ে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসক তার নাক ও মুখের এক্স-রে করতে বলেছেন। দুর্ঘটনায় তার গাড়ির চালকও আহত হয়েছেন।

দুর্ঘটনার বিষয়টি আমার সংবাদকে নিজেই নিশ্চিত করেছেন সাংবাদিক মিজান মালিক। বলেন, আল্লাহ একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে জীবন রক্ষা করেছেন।

এ জন্য তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

ইএইচ

Link copied!