নিজস্ব প্রতিবেদক:
মার্চ ৫, ২০২৪, ০৫:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মার্চ ৫, ২০২৪, ০৫:৫৪ পিএম
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এলাকায় যেসকল ভবন ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত হবে, সে সকল ভবনের প্রবেশমুখে ঝুঁকিপূর্ণ বলে নোটিশ টাঙিয়ে দেয়া হবে। নোটিশে উল্লেখ থাকবে এই ভবনটি ঝুঁকিপূর্ণ। তাই কেউ এখানে প্রবেশ করবেন না।
মঙ্গলবার (৫ মার্চ) রাজউকের সভাকক্ষে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সাথে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মতবিনিয় সভায় রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে রাজধানীর শপিংমলগুলোতে গিয়ে রাজউক বিভিন্ন অভিযানসহ সতর্ক করছে। এই সকল কার্যক্রমে ঢাকার দুই সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগকে সাথে নিয়ে পরিচালনা করা হচ্ছে। আমাদের প্রধান কাজ নগরের পরিকল্পনা গ্রহণ করা, উন্নয়ন করা ও উন্নয়ন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা। রাজধানীতে নতুন করে আরও চারটি পার্ক স্থাপন করা হবে।
রাজউকের চেয়ারম্যান আরও বলেন, পুরান ঢাকাকে নতুন করে সাজাতে কাজ করা হচ্ছে। নকশা অনুমোদনের ক্ষেত্রে জোরদার করা হবে। কোন ভবনে দুর্ঘটনা ঘটলে এর দায়ভার নিতে হবে ভবনের স্থপতিকে। এক্ষেত্রে ভবনের সকল নিয়ম না মানলে রাজউক থেকে কোন অনুমতি দেওয়া হবে না। যেসকল স্কুল ঝুঁকিপূর্ণ সেখানে বের হওয়ার জন্য জরুরি ব্যবস্থা করা হবে। ঢাকাকে ঝুঁকি কমানোর কাজ করছি। তবে সাধারণ জনগণকে সহযোগিতা করতে হবে।
যেসব ভবন ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হবে দশ কর্মদিবসের মধ্যে রিপোর্ট পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করা করবো। ইতোমধ্যে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। যদি রাজউকের কোন কর্মকর্তা জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআরইউ